আদালত স্থাপনের গেজেট আইন মোতাবেক হয়েছে
অ্যাটর্নি জেনারেল
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালত স্থাপনে সরকার যে গেজেট প্রকাশ করেছে সেটা আইন মোতাবেক হয়েছে। বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নিরাপত্তার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে তিনি (খালেদা জিয়া) কোনো বিষয় থেকে বঞ্চিত হলেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। সেখানে তো বঞ্চিত হওয়ার কোনো কারণ দেখি না। সেখানে গিয়ে তার আইনজীবীরা, আত্মীয়রা অনবরত দেখা করছেন। তার জন্য সেবিকা রাখা হয়েছে। কাজেই তার অধিকার কোনো রকম খর্ব করা হচ্ছে না।
মাহবুবে আলম বলেন, ইতিপূর্বে বঙ্গবন্ধু হত্যা মামলার ব্যাপারে জেলখানার পাশের ভবনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন সেটির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল কিন্তু লাভ হয়নি। কাজেই আমার মনে হয়, এটা সঠিকভাবে হয়েছে এবং এতে কোনো আইন লঙ্ঘন হয়নি।
বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খালেদা জিয়ার আইনজীবীদের বৈঠকটি রাজনৈতিক- এমন মন্তব্য করে মাহবুবে আলম বলেন, আইনগতভাবে যা চ্যালেঞ্জ করা দরকার, তা তারা করেই আসছে। এর আগেও এমন চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। কারাভ্যন্তরে আদালত স্থাপন বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিনা জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি কর্মকর্তা বলেন, অবশ্যই। জেলের ভেতরে বিচার হলেও সেখানে তার আইনজীবীরা যাবেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যাবেন। যারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট তারাও যাবেন। সরকার তো এখানে বলেনি যে, এটা ক্যামেরা ট্রায়াল হবে।
