ফ্লোরিডায় বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প
চমৎকার বিজয় স্বর্ণযুগ গড়বে আমেরিকার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ডোনাল্ড ট্রাম্প
|
ফলো করুন |
|
|---|---|
আমেরিকার জনগণের জন্য এটি একটি চমৎকার বিজয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে। এটি আমেরিকার স্বর্ণযুগ গড়বে। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয়ী ভাষণে এমন উচ্ছ্বাস ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত আমি বিশ্রাম নেব না। ঈশ্বর এই একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন।
দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউজে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে থাকা অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে ভাষণ দেন তিনি। এ সময় মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার রানিংমেট জেডি ভ্যান্স। ভাষণের শুরুতে মার্কিন ভোটারদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ৪৭ ও ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অসাধারণ সম্মান প্রদর্শনের জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমেরিকা আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।
নিজ দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের প্রশংসাও করেন তিনি। ট্রাম্প বলেন, জেডি ভ্যান্স একজন ভালো পছন্দের প্রার্থী। বক্তৃতায় নিজের প্রত্যাবর্তনকে আমেরিকার ইতিহাসের মহান রাজনৈতিক প্রত্যাবর্তন বলেও অভিহিত করেন তিনি।
ট্রাম্প বলেন, আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সম্পাদন করা সহজ হবে না। কিন্তু আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব। নবনির্বাচিত এই রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা হবে। এখন আমরা একত্রে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি।
অনুষ্ঠানে ট্রাম্প মেলানিয়ার লেখা একটি বইয়ের প্রশংসা করেন। বলেন, বইটি ‘আমেরিকার সর্বাধিক বিক্রীত’ বইয়ের একটি। তিনি (মেলানিয়া) দারুণ কাজ করেছেন। তিনি জনগণকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেন। নিজের সন্তানদের অভূতপূর্ব বলে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি প্রত্যেক সন্তানের নাম ধরে ডাকেন এবং তারা মঞ্চে এসে দাঁড়ান। এরপর ট্রাম্প তার রানিংমেট জেডি ভ্যান্সকে শুভেচ্ছা জানান এবং বলেন, তিনি (ভ্যান্স) যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।
ট্রাম্প ও মেলানিয়া দম্পতির একমাত্র ছেলে এরিক ট্রাম্প বাবার বক্তব্য শুরু হওয়ার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবার একটি ছবি পোস্ট করেন। ছবিতে ট্রাম্পকে একটি কাগজে চোখ বুলিয়ে নিতে দেখা যাচ্ছে। যেখানে তার বক্তব্য লেখা ছিল।
এবারের নির্বাচনে শুরু থেকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মার্কিন এই ধনকুবেরকে ‘তারকা’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইলন মাস্ক একজন তারকা। বিজয়ী ভাষণও এই প্রযুক্তি বিলিওনেয়ারকে উৎসর্গ করেন তিনি।
