Logo
Logo
×

প্রথম পাতা

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠান বর্জন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত নেতা-কর্মীরা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে। কারণ মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণ পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করে।

অন্যদিকে রাষ্ট্রপতির অনুষ্ঠান প্রত্যাখ্যান করে যোগদান করেনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই চুপ্পুর অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছি।

ফ্যাসিবাদী শাসন বিজয় দিবস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম