বিএসএফের গুলিতে যুবক নিহত, ৩৬ ঘণ্টা পর এলো লাশ
লালমনিরহাট ও চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি যুবক হাসিবুল আলম (২৪) নিহত হয়েছেন। তার লাশ ফেরত এসেছে প্রায় ৩৬ ঘণ্টা পর।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্ত দিয়ে লাশ ফেরত দেয় বিএসএফ। রাতেই লাশ দাফন করা হয়। এ সময় নিহতের বাড়িতে দেখা যায় শোকের মাতম। এদিকে ভারতে মাছ ধরতে গিয়ে দেশটির কারাগারে ৬ মাস ধরে আটক রয়েছেন কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুরের ৭ জেলে। এ কারণে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
নিহত হাসিবুল আলম হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি রাজধানী ঢাকার একটি ইটভাটায় কাজ করেন। ৭ দিন আগে বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
এর আগে বুধবার ঘাস কাটতে গিয়ে মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব-পিলার ছয় এস-এর কাছে হাসিবুল গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের বাঁট ও হাতে থাকা লাঠি দিয়ে মেরে টেনে-হিঁচড়ে ভারতে নিয়ে যান। ওইদিন রাতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আটক জেলেরা হলেন চিলমারীর হরিনেরবন্দ এলাকার রাসেল মিয়া, রমনা ব্যাপারীপাড়া এলাকার বিপ্লব মিয়া, মীর জাহান আলী, বকুল মিয়া, আমির আলী, রাজিবপুরের বালিয়ামারী ব্যাপারীপাড়ার আঙ্গুর হোসেন এবং রৌমারীর জাদুরচর বকবান্ধা এলাকার চাঁন মিয়া।
গোপনে স্ত্রীকে পাঠানো জাহান আলীর চিঠির মাধ্যমে জানা যায়, বর্তমানে তারা মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানা আমপাতিতে রয়েছেন। চলতি মাসে তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিতে না পারলে তাদের স্থায়ী সাজা হবে।
আটক জেলেদের পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৩ নভেম্বর তারা আটক হন। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি আমাদের হাতে নেই। জেলেদের ছাড়িয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।
