বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বনানীতে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুর রহমান পারভেজ। শনিবার বিকাল ৫টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পারভেজের এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন তার সহপাঠীরা। তারা ঘাতকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল পারভেজ জানান, বিকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই ছাত্র তাদের বান্ধবীদের নিয়ে হেঁটে যাচ্ছিল। এই সময় পারভেজ ও তার সহপাঠীরা অন্য প্রসঙ্গ নিয়ে হাসছিল। ইংরেজি বিভাগের ওই দুই শিক্ষার্থী ধারণা করে তাদের দেখে ওরা হেসেছে। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা হয়। এরপর বহিরাগতদের ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের গেটে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, পারভেজ ময়মনসিংহের ভালুকার সৌদি প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে।
শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মেহরাজ ইসলাম, মাহাথীর হাসান পিয়াস ও আবু জহর বেপারির সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে বাইরে থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। মেধাবী ছাত্র পারভেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে।
পারভেজের এমন মৃত্যুতে তার সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা তার স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।
নাহিয়ান তাসমিম নামে এক শিক্ষার্থী লিখেছেন, এমন মৃত্যু মানা যায় না। বুকের ভেতরটা কেমন লাগছে প্রকাশ করতে পারব না। ফেসবুকে ঢুকতেই দেখি লাশের ছবি। চোখের পানির জন্য এখন সবকিছুই ঝাপসা দেখছি। ঘটনা আমার বিশ্ববিদ্যালয়ের। একবার ভাবেন তো এই অপ্রত্যাশিত মৃত্যুতে তার পরিবারের কী অবস্থা! কেউ কি ছিল না তার বাঁচানোর জন্য।
এদিকে ভালুকা প্রতিনিধি জানিয়েছেন, পারভেজের মৃত্যুর খবরে তার ভালুকার বাড়িতে শোকের মাতম বইছে। নিহতের বাবা সৌদি প্রবাসী জসিম উদ্দিন রাতেই দেশে ফিরবেন। এরপর পারভেজের লাশ এলাকায় নেওয়া হবে।
