Logo
Logo
×

প্রথম পাতা

রোমে সমাহিত পোপ

বিদায় জানালেন প্রধান উপদেষ্টাসহ লাখো ভক্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদায় জানালেন প্রধান উপদেষ্টাসহ লাখো ভক্ত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আড়াই লাখের বেশি শোকাহত জনতার শোক আর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোপকে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত করা হয়। খবর এপি, বিবিসি, স্কাই নিউজ, এএফপি, রয়টার্সের।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ভক্তরা পিনপতন নীরবতায় অপেক্ষা করছিলেন। বিশাল প্রাঙ্গণে ফ্রান্সিসের কফিনের একপাশে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। অন্য পাশে বসেছিলেন কার্ডিনালরা। ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় বেলা ২টা) বাজার পরপরই শোভাযাত্রার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের কফিন নিয়ে আসা হয়। উপস্থিত জনতা তখন নীরবতা ভেঙে করতালি দেন।

অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী ইতালীয় কার্ডিনাল জিওভান্নি বাত্তিস্তা রে বলেন, মানবিক উষ্ণতায় পরিপূর্ণ এবং আজকের চ্যালেঞ্জগুলোর প্রতি গভীরভাবে সংবেদনশীল পোপ ফ্রান্সিস সত্যিই এই সময়ের উদ্বেগ, দুর্ভোগ এবং আশা ভাগ করে নিয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতেই যখন ১৪ জন সাদা গ্লাভস পরা বাহক একটি বড় ক্রুশ খোদাই করা কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করে স্কোয়ারে নিয়ে আসে, তখনো করতালির ঝড় ওঠে। ভ্যাটিকানের উপরি ভাগ থেকে দেখা যায় রঙের এক মোজাইক- বিশ্বনেতাদের কালো পোশাক, প্রায় ২৫০ জন কার্ডিনালের লাল পোশাক, প্রায় ৪০০ জন বিশপের বেগুনি পোশাক এবং ৪০০০ পুরোহিতের সাদা পোশাক। কয়েকটি ভাষায়-ইতালীয়, স্প্যানিশ, চীনা, পর্তুগিজ ও আরবিতে প্রার্থনা করা হয় এবং কোরাস দল লাতিন স্তোত্র সংগীত পরিবেশন করেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে পোপের কফিন ধীরে ধীরে শোভাযাত্রার মাধ্যমে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে আরও ছয় কিলোমিটার অর্থাৎ পৌনে চার মাইল পথ পাড়ি দেয়। সাধারণ মানুষ রাস্তার দুই পাশে স্থাপিত ব্যারিকেডের পেছন থেকে শোক শোভাযাত্রা অনুসরণ করার সুযোগ পেয়েছে। তবে সরাসরি শোভাযাত্রার পেছনে হাঁটার সুযোগ কারও ছিল না। পথে পথে তিন হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল, যারা তীর্থযাত্রীদের দিকনির্দেশনা, চিকিৎসা সহায়তা ও পানি সরবরাহ করেছে।

পোপ ফ্রান্সিসকে সমাহিত করার পর এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায় প্রায় আধা ঘণ্টায় রুদ্ধদ্বার আনুষ্ঠানিকতার মাধ্যমে পোপের সমাধিস্থ করার কাজ শেষ হয়। বিবৃতিতে বলা হয়, ‘[সমাহিত] অনুষ্ঠানটি অর্ডো এক্সেকুইয়ারাম রোমানি পন্টিফিসিসের নির্দেশ অনুসারে করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন কার্ডিনাল ক্যামেরলেঙ্গো। বিবৃতিতে আরও বলা হয়, অফিস অব লিটারজিকাল সেলিব্রেশনের বিজ্ঞপ্তিতে নির্দেশিত ব্যক্তি এবং প্রয়াত পোপের স্বজনদের উপস্থিতিতে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সমাহিত করার কাজ শেষ করা হয়। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহবাহী কফিনটি তিন দিন ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় রাখা হয়েছিল। এ সময় ২ লাখ ৫০ হাজারের মতো মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে ছিলেন আর্জেন্টিনা, ফ্রান্স, গ্যাবন, জার্মানি, ফিলিপাইন এবং পোল্যান্ডের প্রেসিডেন্টরা, ব্রিটেন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং স্পেনের রাজা-রানিসহ অনেক রাজপরিবারের সদস্য।

এ অনুষ্ঠানকে ঘিরে ইতালি ও ভ্যাটিকান সিটির কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অনুষ্ঠানস্থলে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে, যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে এবং ছোট নগররাষ্ট্রের বিভিন্ন ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করা হয়েছে। আর প্রতি ১০ মিটার অন্তর অন্তর ছিল পলিশ সদস্যদের অবস্থান।

ইতালির পুলিশ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ার ও এর আশপাশের রাস্তায় জমায়েত হয়েছেন। পুলিশ আরও জানায়, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে ৪০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন সেন্ট পিটার্স স্কয়ার প্রায় পূর্ণ হয়ে যায়। ভ্যাটিকানের দিকে যাওয়া ভিয়া দেলা কনসিলিয়াজিওন সড়ক ও আশপাশের রাস্তায় প্রায় ১ লাখ মানুষ আগেই উপস্থিত হয়েছিলেন।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে ভ্যাটিকানের নয় দিনের আনুষ্ঠানিক শোককাল শুরু হয়েছে। শোককাল শেষে বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের জন্য নতুন নেতা নির্বাচন করতে কার্ডিনালরা গোপন সমাবেশ (কনক্লেভ) করবেন। আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। তিনি ১২ বছর ধরে পোপের দায়িত্ব পালন করেছেন। এ সময় গির্জাকে আরও অন্তর্ভুক্তিমূলক পথে পরিচালিত করার লক্ষ্যে তিনি কাজ করেছেন।

ড. ইউনূস পোপ ফ্রান্সিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম