Logo
Logo
×

প্রথম পাতা

মিরাজ-রাজে জয়খরা ঘুচল চট্টগ্রামে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিরাজ-রাজে জয়খরা ঘুচল চট্টগ্রামে

ছবি: সংগৃহীত

‘আজকেই হবে,’ বোঝা গেল না কার কণ্ঠ।

‘ভাই, শেষ কর ভাই। তাড়াতাড়ি। ওরা আমাদের সাহায্য করছে,’ মাইক্রোফোনে ধরা পড়ল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠ।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৩২ ওভারে মাত্র ৭৩ রানে ছয় উইকেট হারিয়ে যখন কাঁপছে, তখনই শোনা গেল-‘আজকেই হবে।’ সত্যিই ‘আজকেই’ (গতকাল) হলো। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনের শেষ সেশনে ম্রিয়মাণ আলোয় হাজার পাওয়ারের বাতি হয়ে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল হাতে মিরাজ-রাজে দুদিন বাকি থাকতে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা আনল। ঘরের মাঠে টানা ছয় টেস্টে হারার পর বাতিঘর হয়ে এলো এই জয়। নিউজিল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং সবশেষ সিলেটে জিম্বাবুয়ের কাছে হারার পর এই সাফল্য। ১৭ মাসের খরা কাটানো যে জয়ে প্রতিশোধ নেওয়া হলো সিলেটে প্রথম টেস্টে হারের। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ে জিতেছিল তিন উইকেটে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার দুই দফা বৃষ্টির বাধায় খেলায় বিঘ্ন ঘটলেও প্রথমে মিরাজের সেঞ্চুরি এবং পরে পাঁচ উইকেট প্রাপ্তি জিম্বাবুয়েকে খাদের কিনারায় নিয়ে যায়। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া তাইজুলের শিকার এবার তিন উইকেট। আট বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে মিরাজ-তাইজুলের ঘূর্ণি ফাঁদে আটকে জিম্বাবুয়ে ৪৬.২ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন ডান-হাতি অফ-স্পিনার মিরাজ। বাংলাদেশ সহঅধিনায়কের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। নিজের ৫৩তম ম্যাচে ২০০০ টেস্ট রান এবং ২০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ও টেস্ট ইতিহাসের ২৬তম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব স্পর্শ করেন মিরাজ। সবচেয়ে কম ৪২ টেস্ট খেলে এটি করতে পেরেছেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম। ২০০তম উইকেট অবশ্য মিরাজ শিকার করেছিলেন সিলেটে সিরিজের প্রথম টেস্টে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে পূর্ণ করেন ২০০০ রান। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন মিরাজ বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে।

এর আগে সাদমান ইসলামের মতো মেহেদী হাসান মিরাজেরও দ্বিতীয় টেস্ট শতকের সহায়তায় বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৪৪ রানের বড় পুঁজি সংগ্রহ করে। ৭/২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল স্বাগতিকরা। ১৬২ বলে ১০৪ রানের ইনিংস মিরাজ রাঙান ১১টি চার ও একটি ছয়ের মেহেদি দিয়ে। নবম উইকেটে তানজিম হাসানের (৮০ বলে ৪১) সঙ্গে ৯৬ রানের জুটি গড়ে মিরাজ শেষ ব্যাটার হিসাবে আউট হন। তানজিমের ইনিংসটি দশে নেমে দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাচসেরা তো বটেই, সিরিজসেরাও চৌকশ অলরাউন্ডার মিরাজ। দুই ম্যাচের সিরিজে তার রান ১১৬ এবং উইকেট ১৫টি।

(সংক্ষিপ্ত স্কোর খেলার পাতায়)

বাংলাদেশ ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম