Logo
Logo
×

প্রথম পাতা

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। তিনি তো বাংলাদেশের নাগরিক। তিনি চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের সালনা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। গাড়ি থেকে নেমে তিনি করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতাস্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো অসুবিধা নেই। ইচ্ছে করলেই তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন। 

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন করছে ভারত-এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অমানবিকভাবে লোকজনকে ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, এ দেশের নাগরিক হলে এভাবে বনে-জঙ্গলে পুশইন না করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাঠানো যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যা বলব তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে।’ এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. জাবেদ সাদেক, অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) ড. আ ক ম আক্তারুজ্জামান বসু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ওসি হাইওয়ে সালনা থানা কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম