Logo
Logo
×

প্রথম পাতা

সাংবাদিকদের সিইসি

নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত

জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল-যে সময়েই হোক না কেন, নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের আট-দশ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এ মুহূর্তে ঘোষণা সম্ভব নয়। ভোটের সম্ভাব্য সময় নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করে ধারণা পাওয়ার পরই ইসি সিদ্ধান্ত নেবে। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। সিইসি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১১ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করবে। এক্ষেত্রে ভোটের ৫৫-৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে।

শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আগে বলা হয়েছিল ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সেই সময়সীমা মাথায় রেখে ইসি প্রস্তুতি শুরু করেছিল, সেভাবে এগিয়েছিল। এখন আবার নতুন ‘ডাইমেনশন’ এসেছে। যৌথ বিবৃতির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে সিইসি বলেন, যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু জানি না। আপনারা যেটুকু দেখেছেন মিডিয়ায়, আমিও সেটুকু দেখেছি।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে-এ সংক্রান্ত যৌথ বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি এটা টেলিভিশনে দেখেছি, এটাকে আমি ফরমাল, অফিশিয়াল ভাবতে পারতেছি না। সরকারের সঙ্গে আমাদের এখনো কথাবার্তা হয়নি, কী ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবছি। যখনই হবে, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। তিনি বলেন, ‘ভোটের আট-দশ মাস আগে তারিখ ঘোষণা হয় কখনো? আমরা কোনো টার্গেট ফিক্সড করিনি। ভোটের তারিখ নিয়ে যত আলাপ-আলোচনা সরকারই করেছে, আমি করিনি। সরকার কোনো তারিখ ঠিক করেনি। লন্ডনে গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আমরা টেলিভিশনে দেখেছি রমজানের আগেও ভোট হতে পারে, সেখানে এমন কথা বলা হয়েছে। আমরা প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। তবে সরকারের সঙ্গে যখন কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তাভাবনা করছেন-যখন আমরা একটা ধারণা পেয়ে যাব, তখন একটা সিদ্ধান্তে আসতে পারব। এ মুহূর্তে আমরা তারিখ ঘোষণা করতে পারব না।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এখনো প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। সরকারের সঙ্গে আমাদের যখন কথাবার্তা হবে, কী ধরনের চিন্তাভাবনা করছে, তখন আমরা ধারণা পাব, তখন সিদ্ধান্তে আসতে পারব। কারণ হিসাবে তিনি বলেন, সরকার থেকে অফিশিয়ালি কোনো কিছু না এলে কিছু করা যাবে না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে, আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, নিশ্চয়ই ভেতরে অনেক আলাপ হয়েছে-সেগুলোও আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। নিরাপত্তা উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টা একটা আশাবাদ ব্যক্ত করেছেন, ইসি হয়তো একটা তারিখ ঘোষণা করবেন।...এটা একটা বিশেষ পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, একদিকে সরকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে; সংস্কারের বিষয়ে আলোচনা করছে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে, তবে ত্বরান্বিত করার বিষয় রয়েছে, এটি নিয়ে আলোচনা চলছে। সংস্কারের বিষয় রয়েছে। এসব নিয়ে সরকারই আলোচনা করছে।

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোর বিষয়ে সিইসি জানান, ভোটার তালিকা আইনে সংশোধন করা হবে, ভোটার তালিকা চূড়ান্ত প্রায়। দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বড় কাজ রয়েছে। তিনি বলেন, আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। যখনই হয় যেন আমরা নির্বাচনটা ডেলিভার করতে পারি। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সঙ্গে কথা হবে, ওনারা কী আলোচনা করেছেন, আমরা আশা করছি নিশ্চয়ই ভারভাল কিছু হবে। এখন আমাদের ধ্যানধারণা শয়নে-স্বপনে নিজেদের প্রস্তুতি।

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি দল-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাদের আস্থায় নিয়ে আসো। আমার বিশ্বাস, আমাদের দলগুলো দেশের মঙ্গল চায়। রাজনৈতিকভাবে অনেক কথা বলতে হয়, আমি এটাকে রাজনৈতিকভাবে দেখি। রাজনৈতিক সচেতন থাকবেন, দলীয় রাজনীতিতে জড়াবেন না-এমন নির্দেশনা কর্মকর্তাদের দিয়েছি। ইসির বিরুদ্ধে বললে একদম আহত হন না দাবি করে তিনি বলেন, সমালোচনাকে স্বাগত জানাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম