সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক
ধীরে ধীরে ইরানের বড় হামলা
৩০ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের স্টক এক্সচেঞ্জ, হীরার শহর রামাত গানের ডায়মন্ড এক্সচেঞ্জ ভবন তছনছ * ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান স্টারমারের * কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান : হোয়াইট হাউজ
শামীম জোয়র্দ্দার
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সর্বাত্মক যুদ্ধের মাত্র ‘এক হুঙ্কার’ দূরে ইরান-ইসরাইল। যুদ্ধবারুদ মুখে ফোঁসফোঁস করছে নেপথ্যের কুশীলব। যে কোনো মুহূর্তে উত্তাল রণক্ষেত্রে পরিণত হবে পুরো মধ্যপ্রাচ্য। বজ -ঝটকায় সমুদ্র-সীমান্তেও নেমে আসবে দুই আকাশের সংঘাত। রণতাণ্ডবের টগবগে এ মুহূর্তে হঠাৎ করেই যেন দম পড়ে গেছে ইসরাইলের। খেই হারিয়ে খানিকটা ঝিমিয়ে পড়েছে বললেও রসিকতা হবে না। গত দু-তিন দিনের হামলা ক্ষিপ্রতায় সেই মন্থরতায় ফুটে উঠেছে ইসরাইলের রণদামামায়। ইরানের দৃশ্যটা ঠিক তার উলটো। আচমকা হামলা ‘চমকে’ শুরুটা থেমে থেমে হলেও দিন গড়াচ্ছে আর বাঘের মতো গর্জে উঠছে। পালটা ঝলক দেখাচ্ছে ইসরাইলকে। পূর্বপুরুষের ‘পারস্য কৌশল’ ধরে ধীরে ধীরে যাচ্ছে বড় হামলার পথে। সমর মঞ্চে টিকে থাকার দূরদর্শী পাঠ শেখাচ্ছে মধ্যপ্রাচ্যের মরণব্যাধি এ ক্যানসার রাষ্ট্রটিকে।
শুক্রবার মধ্যরাত থেকে শুরু হামলা-পালটা হামলার আজ অষ্টম খতিয়ানে সে অঙ্কই এখন মুখে মুখে। মঙ্গলবার ভোরে ‘প্রযুক্তি সূতিকাগার’ রাজধানী তেল আবিবের নিñিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা ইসরাইলের দম্ভের শেকড় গোয়েন্দা বাহিনী মোসাদ সদর দপ্তর ও সামরিক গোয়েন্দা অধিদপ্তর (আমান) গুঁড়িয়ে দেওয়ার পর থেকে পালে দমকা হাওয়া লেগেছে ইরানের। বন্দরনগরী হাইফা তো আগেই শেষ। আকাশসীমাও নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার এক রাতেই তেল আবিবের স্টক এক্সচেঞ্জ, হীরার শহরখ্যাত রামাত গান শহরের ডায়মন্ড এক্সচেঞ্জ ভবন, হোলোন শহর, দক্ষিণ তেল আবিবের সবচেয়ে বড় হাসপাতাল সরোকার পাশের আইটি কমপ্লেক্সে সেনা গোয়েন্দা অ্যান্ড কমান্ড সেন্টারে একযোগে হামলা চালিয়েছে ইরান। ১০০০ শয্যার সরোকা হাসপাতালটিও সেসময় হামলার শিকার হয়। তছনছ হয়ে গেছে শহরগুলোর কয়েক ডজন অট্টালিকা। পালটা হামলার চিত্রে ইরানের ধারেকাছেও ঘেঁষতে পারেনি ইসরাইল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কয়েক ঘণ্টার হামলায় এদিন ২৭১ জন আহত হয়েছেন। হাসপাতালেই আহত হয়েছে ৮৬ জন। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ৩০০ এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরাইল।
ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালের এই হামলার ‘মূল লক্ষ্য’ ছিল সরোকার পাশের গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত ইসরাইলি সামরিক বাহিনীর বৃহৎ কমান্ড ও ইন্টেলিজেন্স (আইডিএফ সিফোরআই) সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শিবির। সামরিক স্থাপনাটি সরোকা হাসপাতালের পাশেই অবস্থিত। ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট কম্পনে হাসপাতালটির সামান্য ক্ষতি হয়েছে। সামরিক অবকাঠামোটি ছিল একটি সুনির্দিষ্ট ও সরাসরি লক্ষ্য। রাতভর ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ ইসরাইলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলজুড়ে হলেও কর্তৃপক্ষ ‘হাসপাতালে হামলা’র বিষয়টি তুলে ধরছে। এক ধরনের বার্তা দিতে চাইছে যে, ‘ইরানিরা ইচ্ছা করেই হাসপাতালকে লক্ষ্যবস্তু বানিয়েছে।’ কৌশলগত কারণেই সামরিক সদর দপ্তরগুলো ইসরাইল সাধারণ পাড়ায়-মহল্লায় গড়ে তোলেও বলেও উল্লেখ করেন তিনি। গোড়ার দিকের মতো চরম আকারের না হলেও এ সময় পালটা হামলা চালিয়েছে ইসরাইলও। বিবিসি বলছে, তেহরানের প্রায় সবখানেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার দিনেও কয়েক দফা হামলা চালিয়েছ ইসরাইল। তবে বড় আকারের কোনো ক্ষয়ক্ষতির ফর্দ দিতে পারেনি ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।
বৃহস্পতিবার দিন শেষের এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরাইলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরাইলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে। বুধবার রাতে ইরানের পরমাণু কর্মসূচির অংশ খোনদাবে অবস্থিত দুটি ভারি পানির গবেষণা চুল্লির কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। এমনটাই জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ। তারা জানিয়েছে, হামলার আগেই ওই স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং কোনো রেডিয়েশন ঝুঁকি নেই বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এই গবেষণা চুল্লিটি আংশিক নির্মাণাধীন। আগে এটি ‘আরাক’ নামে পরিচিত ছিল। তেহরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে জানিয়েছে, তারা আগামী বছর এটি চালু করার পরিকল্পনা করছে। ইসফাহান প্রদেশের নাতানজ পারমাণবিক কেন্দ্রেও এ সময় আরও এক দফা হামলা চালায় ইসরাইল। ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা ঠেকাতে চলমান এ যুদ্ধের মধ্যেই হামলা-পালটাহামলার পারদে নতুন চাঞ্চল্য ছড়াল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, ‘কয়েক সপ্তাহ’র মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইরানের যা কিছু প্রয়োজন তা সবই আছে। তাদের কেবল সর্বোচ্চ নেতার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সেই অস্ত্র তৈরি সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।’ এএফপি।
ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানো বন্ধে এদিন হোয়াইট হাউজ ও নিউইয়র্কের সামনে বিক্ষোভও করেছেন দেশটির শান্তিপ্রিয় নাগরিকরা। বিক্ষোভকারীরা ইরানে বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহবান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারও। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে কয়েক দফা আলোচনা হয়েছে ইরানের। আমার কাছে মনে হয় এটিই এ সমস্যা সমাধানের পথ।’ যুদ্ধ বন্ধে আজ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত বৈঠকে ইরান-ইসরাইলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। পারমাণবিক আলোচনা নিয়ে জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামেনির : ইসরাইলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’ এদিনই খামেনিকে আবারও হত্যার হুমকি দেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি ইসরাইলকে ধ্বংস করতে চান। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন।’কাৎজ আরও বলেন, ‘ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করা তার (খামেনি) লক্ষ্য-এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না।’এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়।
ইরান ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আলজাজিরা জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ইরান থেকে এখনো কোনো অনিয়মিত অভিবাসনপ্রবাহ তারা লক্ষ করেনি। তারপরও দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। সূত্রটি আরও জানায়, ইসরাইল ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বিমান উড্ডয়ন করে। এরপর থেকে তুরস্কের যুদ্ধবিমানগুলো সীমান্তে টহল অব্যাহত রেখেছে, যাতে ইসরাইলি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করতে না পারে।
ইরানে নিহত বেড়ে ৬৩৯, আহত ১৩২০ : ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরানে ইসরাইলের টানা ৭ দিনের হামলায় অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।
