Logo
Logo
×

প্রথম পাতা

চীন ও পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চীন ও পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সম্প্রতি কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগ চীনের, এটি কর্মকর্তা পর্যায়ে, কোনো রাজনৈতিক পর্যায়ে নয়। সেখানে (কুনমিংয়ে) একটি প্রদর্শনী হচ্ছিল। তখন সেখানে তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। আলাপ-আলোচনা পুরোটাই ছিল কানেকটিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে। সেখানে জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটি নিতান্তই বাস্তব সুযোগ-সুবিধা সৃষ্টির ব্যাপার।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চীন দাবি করছে, ‘ত্রিপক্ষীয় সহযোগিতা’ এবং পাকিস্তান দাবি করেছে ‘ত্রিপক্ষীয় মেকানিজম’। বাংলাদেশ দুটোই অস্বীকার করে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আসলে কোনোটাই অস্বীকার করার প্রয়োজন নেই। এর থেকে বোঝা যায়, এটি কোনো কাঠামোগত বিষয় ছিল না। প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমরাও সেটিই করেছি। ভবিষ্যতে যদি কোনো অগ্রগতি হয়, তখন আপনারা জানতে পারবেন। যদি কাঠামোগতভাবে কিছু হয়, তাও সময় মতো জানানো হবে।

বৈঠকটি ভারতবিরোধী ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছি না। অন্য কোনো দেশ যদি এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, তাতে আমি কোনো সমস্যা দেখছি না। ধরুন, তাত্ত্বিকভাবে ভারত যদি চায়, নেপাল, বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসুক, কানেকটিভিটি বা অন্য কিছু নিয়ে। এটা করতে আমি কালকেই রাজি আছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আলোচনা হচ্ছে মূলত দেশ তিনটির নামের কারণে।

ভারতের সঙ্গে সম্পর্ক রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে : ভারতের সঙ্গে ‘শীতল’ সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল, এটি আমি বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখি। আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সত্যিটাকে স্বীকার করি, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্ক সেই ধরনের নেই। কাজেই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।

সম্প্র্রতি যুক্তরাজ্য সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অফিশিয়াল সফর হিসাবে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরই আমরা নিশ্চিত করেছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন হয়নি, আমি ঠিক এ মুহূর্তে তা বলতে পারব না। কারণ, আমি সেখানে ছিলাম না। যারা ছিলেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে বৈঠকটি হয়নি। বৈঠক না হওয়ার দায় কে নেবে, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা দেখি এর দায় কেউ নেয় কিনা। তবে সফরটি ছিল অফিশিয়াল, সেটা বলাও ছিল। প্রত্যাশা ছিল যে বৈঠকটি হবে।

আগস্টে মালয়েশিয়া সফর করতে পারেন প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগস্টে মালয়েশিয়া সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো নির্দিষ্ট তারিখ বলতে পারব। সফরটি দ্বিপাক্ষিক কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সফর হয়, তবে অবশ্যই দ্বিপাক্ষিক হবে।

ইরান থেকে পাকিস্তান হয়ে দেশে ফিরছেন ২৬ বাংলাদেশি : এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তেহরান থেকে আজকের (বৃহস্পতিবার) দিনের মধ্যে ২৬ জন পাকিস্তান সীমানার মধ্যে পৌঁছাবেন। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কিনা, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে; কাজেই আমি অন্তত এক-দুজনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারাই এখন আসতে চাইছেন না।

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী, জানতে চাইলে তিনি বলেন, উনি এখানে এই পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি। তার নিয়োগ বাতিল হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম