Logo
Logo
×

প্রথম পাতা

মাসজুড়ে এনসিপির কর্মসূচি

জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ ৩ আগস্ট

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রক্তাক্ত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদ্যাপনে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট এ কর্মসূচি পালন করবে এনসিপি। রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জুলাইজুড়ে নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে এটি ক্রমান্বয়ে দেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ফ্যাসিবাদবিরোধী একদফা ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছরের ৩ আগস্ট সেই শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করব।’

নাহিদ ইসলাম বলেন, ‘১৬ জুলাই, যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেদিন থেকেই মূলত জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়। এদিনকে আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছি। জুলাই অভ্যুথানের পর যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের কথা বলেছিলাম সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলছে। আমরা সে লক্ষ্যেই জুলাই পদযাত্রা করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে ৩০ কার্যদিবসের মধ্যে তারা এটি দেবে। কিন্তু সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর্তমানে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘অভ্যুত্থান ছাত্র-জনতা করেছে। তাই ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের কর্মসূচি পালন করব। এছাড়া ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করা হবে।’

এদিকে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম