ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে বাংলাদেশ
বাংলাদেশ ২ : ১ মিয়ানমার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মিয়ানমারের বিপক্ষেও দুর্দান্ত খেলে মধুর জয়। এই জয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরে বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত সি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে মধুর প্রতিশোধও নিলেন লাল-সবুজের মেয়েরা।
সাত বছর আগে ইয়াঙ্গুনের এই মাঠেই পাঁচ গোল হজম করেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ যে বদলে গেছে, তা প্রমাণিত হলো। এবারও গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলটিকে হারিয়ে বাংলাদেশ চমক দেখিয়েছে ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুই গোলে। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখন মূলপর্বে খেলবে। শনিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের ম্যাচের ফল কোনো প্রভাব ফেলবে না। আফঈদা খন্দকাররা এবার খেলবেন অস্ট্রেলিয়ায় মূলপর্বে।
মিয়ানমার ফিফা র্যাংকিংয়ে (৫৫) বাংলাদেশের (১২৮) চেয়ে অনেক এগিয়ে। কাল ম্যাচের ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার অসাধারণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ২৪ মিনিটে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারত। ঋতুপর্ণার ক্রসে ফাঁকায় দাঁড়ানো শামুসন্নাহারের প্লেসিং শট পোস্টে লাগে। ৪২ মিনিটে স্বাগতিক কিন মো মোর শট ক্রস বারে লেগে ফিরে আসে। সামনে থাকা ন হোয়াইয়ের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হন দর্শকরা। ৭১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা (২-০)। ম্যাচের অন্তিম সময়ে স্বাগতিক দলের মিডফিল্ডার উইন উইন ব্যবধান কমালেও (১-২) হার এড়াতে পারেননি।
ম্যাচ শেষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখা ঋতুপর্ণা বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে এসেছি। নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছি। সমর্থকদের বলব, আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। আগামীতেও যেন সমর্থন দিয়ে যান তারা।’
