নৃশংস হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা/ ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। শুক্রবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসব বিক্ষোভে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
ঢাবি প্রতিনিধি জানান, ব্যবসায়ী সোহাগ হত্যা ও দেশব্যাপী বিএনপির অব্যাহত চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ বিক্ষোভ মিছিল বের হয়। ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এ পথে একমাত্র বাধা হয়েছে একটিমাত্র দল। সোহাগকে হত্যা গত পরশুদিন (বুধবার) করা হয়েছে। আজ (শুক্রবার) ভিডিও সামনে এসেছে। একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে যুবদল পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কি নতুন করে আবার প্রস্তরযুগে ফিরে গেলাম?’ তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। যদি করেন, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজ যেমন ছাত্রবন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের সময়ও ঠিক এভাবে প্রতিবাদ করত। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা এই চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিচার চাই। এই ১০ মাসে বিএনপি একশ মানুষকে খুন করেছে। সব হত্যাকাণ্ডের বিচার চাই। এ সময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি জানান বিন ইয়ামিন মোল্লা।
ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। রাত ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর পার্শ্বরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে একই সময়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশব্যাপী চলমান সব ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী আন্দোলনের ঢাবি শাখা।
সোহাগ হত্যার বিচার ও সারা দেশে চাঁদাবাজি বন্ধ করাসহ ৫ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিবৃতি প্রদানের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময় তারা সরকার ও প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার দাবি জানায়।
রাবি প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এদিকে ঢাকায় নৃশংস এ হত্যা ও খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট চত্বর থেকে মিছিলটি বের করেন তারা।
জাবি প্রতিনিধি জানান, সোহাগ হত্যা ও সারা দেশে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
জবি প্রতিনিধি জানান, ব্যবসায়ী সোহাগ হত্যা ও দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতীবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে পৌঁছায়। পরে আবার তাঁতীবাজার ও রায়সাহেব বাজার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে চট্টগ্রামেও বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রেস ক্লাব।
ব্যবসায়ী সোহাগ হত্যায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।
