Logo
Logo
×

প্রথম পাতা

সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো মুহূর্তে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এক্ষেত্রে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন। কোনো ঘটনা ঘটলে সেটা যাতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর)-তে উল্লিখিত ১৯ জনের মধ্যে ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশ মঈন এবং সেনাবাহিনী তারেককে অস্ত্রসহ গ্রেফতার করে। শুক্রবার বিকালে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওইদিন রাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ডিবি আরও দুজনকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের প্রস্তুতি শেষ করতে চাই। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটেছে- তার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে ও অপরাধীদের গ্রেফতার করছে। উপদেষ্টা আরও বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তা সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম