অন্তর্বর্তী সরকারের বিবৃতি
গোপালগঞ্জে হামলায় জড়িতরা ছাড় পাবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়- তরুণদের সমাবেশে হামলা ও বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন ও অগ্রহণযোগ্য। এই বর্বরতার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার কোনো স্থান নেই।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণসভা করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন। এনসিপি সদস্য, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা বর্বরোচিত হামলার শিকার হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লোকজনকে সহিংস আক্রমণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই জঘন্য কাজ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে। এতে জড়িতদের কেউ শাস্তির বাইরে থাকবে না।
বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে হামলা এবং বাধার পরও এনসিপি’র সমাবেশ করার জন্য তাদের সাহসেরও প্রশংসা করা হয়।
