Logo
Logo
×

প্রথম পাতা

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার হয়নি

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার হয়নি

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতিকে একদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান ওই নারী।

জানা যায়, ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। তিনি রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে থাকতেন। ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। রোববার রাতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাওয়ার পর প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। মাঝে বিরতি দিয়ে সোমবার সকাল থেকে ফের কাজ শুরু করে ফায়ার কর্মীরা। কিন্তু এদিন রাত ৯টা পর্যন্ত ওই নারীর কোনো খোঁজ মেলেনি। জ্যোতির বড় ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, আমার বোন রোববার থেকে নিখোঁজ। সে চাকরিসূত্রে টঙ্গীতে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাছে যেত। সোমবার সকালে খবর পেয়ে টঙ্গীতে এসেছি। আমরা জ্যোতির পরিহিত জুতা দেখে নিশ্চিত হয়েছি সে এখানে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, রোববার রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর মধ্যরাত পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান চালায়। দিনভর ভারি বৃষ্টিপাত হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে আছে। দেশের সেরা পাঁচজন ডুবুরি দলের সদস্য উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন-১) জহিরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলটি গাজীপুর সিটি করপোরেশনের নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। তবে সড়ক ও জনপথের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। সোমবার সকাল থেকে ওই নারীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সিটি করপোরেশনের অর্ধশতাধিক লোক।

এ বিষয়ে জানতে সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (টঙ্গী সড়ক উপবিভাগ) আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ : টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি জানান, নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে দুদিকে সড়কে ৬-৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় অবরোধ অব্যাহত ছিল।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, নিখোঁজ নারী এখনো উদ্ধার হয়নি। এ নিয়ে একদল লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম