মাইলস্টোন ট্র্যাজেডি
৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল তাসনিয়া
যুগান্তর প্রতিবেদন ও মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া হক (১৩) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। সে শিক্ষা প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে না ফেরার দেশে পাড়ি জমায়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাই তাসনিয়াকে ৩৭ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আজ (শনিবার) সকাল ৮টার দিকে সে মারা যায়।
তাসনিয়ার বাবা নাজমুল হক পটু কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে উত্তরার খালপাড় এলাকায় থাকি। ভাই-বোনদের মধ্যে তাসনিয়া ছিল বড়। শনিবার বিকালে খালপাড় জামে মসজিদে জানাজা শেষে তার লাশ ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়।
মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা কার্যক্রমের সর্বশেষ তথ্য তুলে ধরে ডা. শাওন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের এখানে ২০ জন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। আর ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির তিন শিক্ষকও প্রাণ হারিয়েছেন।
