স্কুল জুতায় নতুনত্ব আনল স্টেপ ফুটওয়্যার
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্টেপ ফুটওয়্যার সম্প্রতি এক অনন্য স্কুল-জুতা বাজারে এনেছে। এটিকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হালকা স্কুল-জুতা। দৈনন্দিন পরিধানের আরামের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই জুতা। স্টেপ ফুটওয়্যার তাদের প্রতিটি স্কুল-জুতা কেনার সঙ্গে এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।
