সনি-স্মার্টের জি-ফাইভ নীতির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইলেকট্রনিক্স পণ্য বিক্রিতে ক্রেতাস্বার্থ সুরক্ষায় নেয়া সনি-স্মার্টের জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনি বিজনেস পার্টনারস কনফারেন্স ২০২৩ (এসবিপিসি)-এ সনি-স্মার্টের এই নীতিকে ‘বেস্ট প্র্যাক্টিস’ হিসাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্য দেশের সনি ডিস্ট্রিবিউটরদেরকে নিজ নিজ দেশে জি-ফাইভ নীতি বাস্তবায়নে উৎসাহিত করতে সনি-স্মার্ট টিমকে পুরস্কার হিসবে ক্রেস্ট ও ২০০০ ডলার-এর একটি মোটিভেশনাল চেক প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
