Logo
Logo
×

আইটি বিশ্ব

ওপেনএআইয়ের ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবের পর এবার সরাসরি ওয়েব ব্রাউজারের বাজারে নামল ওপেনএআই। তাদের নতুন উদ্ভাবন ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’। একটি সম্পূর্ণ এআইচালিত ব্রাউজার, যা গুগল ক্রোম ও মাইক্রোসফট এজের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, অ্যাটলাস তৈরি হয়েছে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে অর্থাৎ এটি মূলত কথোপকথনভিত্তিক ওয়েব ব্রাউজার। এখানে নেই প্রচলিত অ্যাড্রেস বার; ব্যবহারকারী সরাসরি জিজ্ঞেস করলেই ব্রাউজারটি তথ্যঅনুসন্ধান, বিশ্লেষণ ও উপস্থাপন করে দেবে কথোপকথনের মতো স্বাচ্ছন্দ্যে। প্রথমে এটি অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ‘এজেন্ট মোড’, যা কেবল পেইড সাবস্ক্রাইবারদের জন্য। এ মোডে চ্যাটজিপিটি নিজে থেকেই অনুসন্ধান করে কাঙ্ক্ষিত তথ্যসংগ্রহ করবে-যেন এক ভার্চুয়াল সহকারী, যে আপনার হয়ে পুরো ওয়েব ঘুরে তথ্য এনে দেবে দ্রুত ও নির্ভুলভাবে।

ওপেনএআই ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ইতোমধ্যে Etsy, Shopifz, Expedia ও Booking.com-এর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব করেছে। সাম্প্রতিক ডেভডে ইভেন্টে অল্টম্যান জানান, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০ কোটি, যা এআই বিপ্লবের নতুন মাইলফলক।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের মতে, অ্যাটলাস এখনই ক্রোম বা এজের সরাসরি প্রতিদ্বন্দ্বী নয়। মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির সিইও প্যাট মুরহেড বলেন, ‘জনপ্রিয় ব্রাউজারগুলোও দ্রুত একই ধরনের এআই সক্ষমতা আনবে-তাই প্রতিযোগিতা হবে সময়ের ওপর নির্ভরশীল’।

এক বছর আগে গুগলকে অনলাইন সার্চে একচেটিয়া আধিপত্যকারী ঘোষণা করা হয়েছিল। ঠিক তারপরই ওপেনএআইয়ের এ পদক্ষেপকে অনেকে দেখছেন সেই আধিপত্যে চ্যালেঞ্জ ছোড়া হিসাবে। ডেটোসের তথ্যমতে, এখন ডেস্কটপ সার্চের প্রায় ৬ শতাংশই এআই বা এলএলএম-নির্ভর, যা এক বছরে দ্বিগুণ বেড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম