Logo
Logo
×

আইটি বিশ্ব

বাণিজ্য মেলার টিকিট অনলাইনে

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) রাজধানীর শেরেবাংলা নগরে বুধবার থেকে শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি দিতে এবারের মেলায় রয়েছে ডিজিটাল ব্যবস্থা। এখন থেকে অনলাইনেই কেনা যাবে মেলার টিকিট। অনলাইনে বাণিজ্য মেলার টিকিট কিনতে প্রথমে এই ঠিকানা (http://ticket.e-ditf.com/) যেতে হবে। তারপর কয়টি টিকিট লাগবে তা নির্বাচন করতে হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা।

তারপর ‘next step’ বাটনে ক্লিক করে দর্শনার্থীর নাম ও ফোন নম্বর দিতে হবে। এরপর আবার ‘next step’ বাটনে ক্লিক করতে হবে। এতে বিকাশ ও অনলাইন কার্ডে পেমেন্টের অপশন দেখা যাবে। সেখান থেকে আপনি যে মাধ্যমে অর্থ পরিশোধ করতে চান তা নির্ধারণ করে অর্থ জমা দিতে হবে। ফিরতি এসএমএসে আপনার নম্বরে টিকিট কেনার কনফার্মেশন চলে আসবে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এই মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। -আইটি ডেস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম