Logo
Logo
×

আইটি বিশ্ব

বছর শুরুতে হোয়াটসঅ্যাপ কলের রেকর্ড

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক মাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে ইংরেজি নববর্ষের শুরুতেই এক কোটি ৪০ লাখের বেশি ভয়েস ও ভিডিও কল করেছেন ব্যবহারকারীরা। নতুন বছরের শুরুতে এ রেকর্ড গড়েন বিশ্বজুড়ে গ্রাহকরা। প্ল্যাটফরমটিতে একদিনে এটিই কলিংয়ের সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে মূল প্রতিষ্ঠান ফেসবুক। এক প্রতিবেদন বলছে, কোভিড-১৯ মহামারীর কারণে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কঠিন হয়ে পড়ায় এক বছর আগের চেয়ে ২০২০ সালে নববর্ষের শুরুতে হোয়াটসঅ্যাপ কলিং ৫০ শতাংশের বেশি বেড়েছে।

করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং লকডাউনে ঘরে থাকার কারণে কাছের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে প্রযুক্তির দিকে বেশি ঝুঁকেছে বিশ্ববাসী। এ সময়ে শিক্ষা, চিকিৎসা এমনকি বিনোদনসহ দৈনন্দিন প্রায় সব প্রয়োজনে মানুষ প্রযুক্তির সহায়তা নিয়েছে।

ফেসবুকের টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার কেইটলিন ব্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন: ‘করোনা ও নববর্ষের আগে বিশ্বজুড়ে ফেসবুকে সবচেয়ে বেশি মেসেজিং, ছবি আপলোড এবং সোশ্যাল শেয়ারিং দেখা গেছে। যদিও মহামারীর শুরুর দিকে ২০২০ সালের মার্চ মাসে যে ট্রাফিক দেখা গেছে, তা নববর্ষের শুরুর ট্রাফিককে কয়েক দফা পেছনে ফেলবে এবং এটি কয়েক মাস চলেছে।’ মেসেঞ্জারে ইফেক্ট দিয়েও উদ্যাপন করেছেন গ্রাহক এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় এআর (অগমেন্টেড রিয়ালিটি) ইফেক্ট ছিল ‘২০২০ ফায়ারওয়ার্কস’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম