Logo
Logo
×

আইটি বিশ্ব

নামসহ রাস্তা যোগ গুগল ম্যাপসে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ম্যাপস সেবা ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে। এখন থেকে ম্যাপে নেই এমন রাস্তা যুক্ত করে নামকরণ করতে পারবেন ব্যবহারকারীরা। যুক্ত করার পাশাপাশি রাস্তার ভুল নামও সংশোধন করা যাবে। এ ছাড়া ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা আছে নতুন এই ফিচারে। গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, ম্যাপসে নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসাবে থাকবে; যা মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো। ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে হবে। মানুষের সুবিধার্থেই এ পদক্ষেপ বলে জানিয়েছে টেক জায়ান্টটি। ব্যবহারকারীরা রাস্তা যোগ করলেই তা সরাসরি ম্যাপসে যুক্ত হবে না। গুগল সাত দিন ধরে যাচাই-বাছাই করার পরই ম্যাপসে নতুন রাস্তা যোগ হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম