Logo
Logo
×

আইটি বিশ্ব

২০২১ সালের সেরা ইমোজি ‘আনন্দের অশ্রু’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২০২১ সালের সেরা ইমোজি ‘আনন্দের অশ্রু’

সামাজিক মাধ্যম কিংবা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যে কোনো জায়গায় চ্যাটের ক্ষেত্রে ইমোজি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সাধারণ মেসেজকে আরও অর্থপূর্ণ করে তোলা যায় ইমোজির সাহায্যে। বিদায়ী ২০২১ সালে নেটজগতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ‘আনন্দের অশ্রু’ ইমোজি। ইউনিকোড কনসোর্টিয়ামের নতুন এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালে সর্বমোট ইমোজির মধ্যে ‘আনন্দের অশ্রু’ ইমোজি ব্যবহৃত হয়েছে শতকরা পাঁচ ভাগের বেশি। প্রায় দুই বছরের লকডাউন, কোয়ারেন্টিন, মাস্ক আর শারীরিক দূরত্বের পর অনেকটা শিথিল অবস্থা ফিরে পাওয়ায় এমন অভিব্যক্তিকে যথার্থ বলেই মনে করা হচ্ছে নেট দুনিয়ায়।

প্রতিবেদন অনুযায়ী, হার্ট ইমোজি দ্বিতীয় স্থান নিয়ে বছর শেষ করেছে, আর ‘হাসির কারণে মেঝেতে গড়াগড়ি’ খাওয়ার ইমোজি-যা আনন্দের অশ্রু ইমোজির অনেকটা পাশ ফিরে শোয়ার মতো দেখায়, সেটি এসেছে তৃতীয় স্থানে। এ বছরের ফলাফল মহামারি শুরুর আগে ২০১৯ সালে ইউনিকোড কনসোর্টিয়ামের করা গবেষণার ফলাফলের মতোই এসেছে।

আনন্দের অশ্রু এবং হার্টও সে বছর শীর্ষ দুই অবস্থানে ছিল। শীর্ষ ১০টি ইমোজির বেলায় অবস্থান বদল হলেও ওই তালিকার নয়টিই এ তালিকায় এসেছে। গবেষণায় আরও দেখা গেছে, মোট তিন হাজার ৬৬৩টি ইমোজি থাকলেও শীর্ষ ১০০টি ইমোজিই এ বছর বিশ্বব্যাপী ব্যবহারের শতকরা ৮২ ভাগ দখল করেছে। তাহলে কোনো ইমোজি সবচেয়ে জনপ্রিয়তাহীন? বিভাগের দিক থেকে পতাকার ইমোজি ব্যবহৃত হয়েছে সবচেয়ে কম। আর এর মধ্যে ২৫৮টি ইমোজি নিয়ে রাষ্ট্রীয় পতাকার ইমোজির অবস্থান সবার শেষে। উল্লেখ্য, ইউনিকোড একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা বিশ্বের বিভিন্ন ভাষা ডিজিটাইজ করার বিষয়টিতে বৈশ্বিক মান নির্ধারণ করে।

ইমুজি সেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম