Logo
Logo
×

আইটি বিশ্ব

স্মার্ট এক্সেসরিজ ‘ওরাইমো’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চীন ভিত্তিক স্মার্ট এক্সেসরিজ কোম্পানি ওরাইমো, বিশ্বের ৬০টিরও বেশি দেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। ওরাইমো বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। মোবাইল ফোনের চার্জার, চার্জিং ক্যাবল, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, তারবিহীন ইয়ারফোন, স্মার্টওয়াচসহ সব প্রায় ৫০টি মডেলের পণ্য আছে এখন ওরাইমো বাংলাদেশের পণ্যের তালিকায়।

সম্প্রতি অনুষ্ঠিত হলো বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্ট এক্সেসরিজ ব্র্যান্ড ‘ওরাইমো’ এর পার্টনাস মিট। গত ২৩ মার্চ ২০২২ইং, গাজীপুরের এক রিসোর্টে দুদিনব্যাপী অনুষ্ঠিত এ মিটে উপস্থিত ছিলেন ওরাইমো-এর কান্ট্রি ডিরেক্টর মি. জিয়ান জিয়াং, কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার, ওরাইমো বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটারের কর্মকর্তা, সারা দেশে থেকে আসা ওরাইমো-এর ৮০ জন পরিবেশক এবং ওরাইমো বাংলাদেশের কর্মীরা। ওরাইমো-এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার। তিনি বলেন, ‘ওরাইমো একটি ইন্টারন্যাশনাল স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসছে। ওরাইমো বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল একটি উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা। বর্তমানে ৬৪টি জেলাতে আমাদের প্রায় ১১০টি পরিবেশক রয়েছে। বিশ্বমানের এক্সেসরিজ দেশের মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম