Logo
Logo
×

আইটি বিশ্ব

বিবাহিত নারীরা গুগলে যা খোঁজেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বর্তমানে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। প্রাত্যহিক জীবনে কোনো কিছু জানার কৌত‚হল হলেই সঙ্গে সঙ্গে গুগলে তা সার্চ করেন কমবেশি সবাই। বেশিরভাগ মানুষেরই ধারণা বিশ্বের প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর সংরক্ষিত আছে গুগলে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে গুগল সার্চ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। যেখানে উঠে এসেছে বিয়ের পর বেশিরভাগ নারীরা গুগলে ঠিক কী কী সার্চ করেন!

বিয়ের পর প্রায় প্রতিটি নারীর মনে প্রশ্ন থাকে, তার স্বামী কী পছন্দ-অপছন্দ করেন। এ প্রশ্নটিই গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয় সদ্য বিবাহিত নারীদের পক্ষ থেকে। শুধু তাই নয়, নারীরা কীভাবে তাদের স্বামীর মন জয় করবেন কিংবা খুশি রাখবেন তাও অনুসন্ধান করেন গুগলে। গুগল সার্চ নিয়ে গবেষণা প্রতিবেদনে উঠে আসে, নারীরা আরও সার্চ করেন, ‘কোন কৌশলে স্বামীকে স্ত্রীনিষ্ঠ করা যায়’।

এ ছাড়া অনেক নারী অনুসন্ধান করেন, ‘বিয়ের পর সন্তান ধারণের উপযুক্ত সময় কখন?’ সাধারণত স্ত্রীদের প্রায়ই সন্তান ধারণ বিষয়টি নিয়ে আলাদা উত্তেজনা ও উৎকণ্ঠা থাকে। আর এ কারণেই নারীরা বেশি এসব বিষয়ের উত্তর খোঁজেন গুগলে। এ ছাড়া সমীক্ষার তথ্য আরও জানাচ্ছে, নারীরা গুগল সার্চে জানার চেষ্টা করেনÑবিয়ের পর নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের, শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠবেন ইত্যাদি।

সদ্য বিবাহিত নারীরা জানার চেষ্টা করেন, কীভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন ইত্যাদি। এমনকি বিয়ের পর কীভাবে নিজের ব্যবসা চালানো উচিত কিংবা পরিবার কীভাবে ব্যবসা পরিচালনা করতে সাহায্য ও সহযোগিতা করতে পারে এসব বিষয় জানার জন্যও গুগলে সার্চ করেন নারী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম