Logo
Logo
×

আইটি বিশ্ব

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ করেছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৪তম আসরে দেশের দুটি দল ‘টিম লেইজি-গো’ এবং ‘রোবনিয়াম বাংলাদেশ’ অংশ নিচ্ছে। এ অলিম্পিয়াডে অংশ নেওয়া দুটি দলের দুজন করে মোট চারজন প্রতিযোগী রয়েছেন। টিম ‘টিম লেইজি-গো’র সদস্যরা হলেন-বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন।

টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা হিসাবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসাবে মাহেরুল আজম কোরেশী। আয়োজকরা জানান, এবার প্রতিযোগীরা নিজেদের খরচেই এই আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে। সহযোগিতা করছে জেআরসি বোর্ড এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম