|
ফলো করুন |
|
|---|---|
অনলাইনে মুহূর্তের মধ্যে বাংলা ফন্ট বিজয় থেকে ইউনিকোড বা ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার সুবিধা চালু করেছে দৈনিক যুগান্তর। এজন্য যুগান্তরের ওয়েবসাইটে সবার উপরে বা নিচে ‘কনভার্টার’ শব্দের ওপর ক্লিক করলেই কনভার্টার বক্স চলে আসবে।
অথবা সরাসরি www.jugantor.com/converter ঠিকানায় ব্রাউজ করেও এই সেবা পাওয়া যাবে। যুগান্তরের এই কনভার্টার ইউজার ফ্রেন্ডলি করার জন্য এখানে কোনো বিজ্ঞাপন রাখা হয়নি।
এছাড়া আগামী দিনে এটা কাস্টমাইজ করে আরও বেশি পাঠকবান্ধব করার ইচ্ছা রয়েছে কর্তৃপক্ষের। একই সঙ্গে কনভার্ট করার পর ফন্ট ভেঙে যাওয়ার বিড়ম্বনা থেকে বাঁচতে কাজ করছে যুগান্তর।
কনভার্টার নিয়ে পাঠকের কোনো মতামত থাকলে news.jugantor-gmail.com ঠিকানায় মেইল করা যাবে।
