৪০ শতাংশ বেতন কমল অ্যাপল সিইওর
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুকের বার্ষিক বেতন-ভাতা ৪০ শতাংশ কমেছে।
২০২৩ সালে টিম কুকের বেতন কমানোর সিদ্ধান্তের কথা গত বছরই জানানো হয়েছিল। সম্প্রতি, বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে অ্যাপল নিশ্চিত করেছে কুক সত্যিই বেতন হ্রাস করবেন। এক প্রক্সি বিবৃতিতে বলা হয়েছিল, ২০২৩ সালে কুকের ক্ষতিপূরণের লক্ষ্যমাত্রা হবে চার কোটি ৯০ লাখ ডলার। এটি ২০২২ সালে অ্যাপল সিইওর আয়ের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম। গত বছর আইফোন নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দাম অনেক কমে যায়। মূলত সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এ ঘটনা ঘটে।
গত বছর টিম কুকের বেতন কমানোর দাবি জানাতে একটি শীর্ষ বিনিয়োগ উপদেষ্টা সংস্থা অ্যাপলের শেয়ার মালিকদের অনুরোধ করে। ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস (আইএসএস) প্রতিষ্ঠানটি অ্যাপলের শেয়ার মালিকদের চিঠি দিয়ে জানায়, টিম কুকের বেতন প্যাকেজের ‘আকার ও কলেবর’ বিষয়ে ‘বিশেষ উদ্বেগ’ আছে। আইএসএস জানায়, অ্যাপলের একজন গড়পড়তা কর্মীর বেতনের তুলনায় টিম কুকের বার্ষিক বেতন এক হাজার ৪৪৭ গুণ বেশি।
উল্লেখ্য, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে ২০১১ সালের আগস্টে টিম কুক প্রধান নির্বাহীর দায়িত্ব পান।
