|
ফলো করুন |
|
|---|---|
সাইবার সিকিউরিটি কোম্পানি অ্যাম্পায়ার টেক সার্ভিসেস অ্যান্ড সলিউশনের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা’বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন ব্যাংকের আইটি প্রধান এবং সিকিউরিটির বিভিন্ন টিম মেম্বারদের উপস্থিতিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংক কীভাবে বর্তমান সাইবার সিকিউরিটির রিস্কগুলো শনাক্ত করবে এবং এর প্রতিকার কী হওয়া উচিত। বিশ্বে বড় বড় ব্যাংক কীভাবে তাদের ব্যাংকের সাইবার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিয়েছে। ব্যাংক কীভাবে গভর্নমেন্ট এবং রেগুলেটরি রিকুয়েরমেন্ট মেনে চলতে হবে। বর্তমান সাইবার সিকিউরিটি হুমকিগুলো কীভাবে আসে। সাইবার সিকিউরিটি অপারেশন ব্যাংকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটির ফরেন্সিক ল্যাব, ডিএলপি, ইন্ড পয়েন্ট সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ের সমাধান নিয়ে আলোচনা হয়। আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট অ্যান্ড সাইটিস্ট অ্যাম্পায়ার টেকের সাইবার সিকিউরিটি প্রধান আলম মোহাম্মদ (এসআইসিসিপি, সিআইএসএম, এসআইসিএ, সিআরআইএসসি, সিসিএসকে এবং পিএমপি)। এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাম্পায়ার টেক সার্ভিসেস অ্যান্ড সলিউশন লিমেটেডের পরিচালক আইনুল আহমেদ তানভীর প্রমুখ।
-আইটি ডেস্ক
