Logo
Logo
×

আইটি বিশ্ব

উদ্ভাবন

সমুদ্রের পানি থেকে জ্বলছে আলো

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তির অগ্রগতির এ সময়ে এসেও বিশ্বের অন্তত ৮৪ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘের তথ্যমতে, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা বাড়বে ৭০ শতাংশ। এদিকে অনুমান করা হচ্ছে জীবাশ্ম জ্বালানির মজুত আগামী ৫২ বছরে কমে যাবে অনেকখানি। উপায় খুঁজতেই কপালে ভাঁজ পড়ে বিশেষজ্ঞদের। এরই মধ্যে এলো আশার খবর। পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ ঢেকে আছে পানিতে। এখন অন্ধকারকে জয় করার সৃষ্টিতে সাহায্য করবে পানি। আলো ফিরিয়ে আনছে বিশ্বের নানা প্রান্তে।

নবায়ণযোগ্য শক্তি নিয়ে সারা পৃথিবীতেই চলছে নানা গবেষণা। চলছে নতুন নতুন আবিষ্কার। বাদ যায়নি সমুদ্রের পানিও। নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করা কলোম্বিয়ান স্টার্টআপ ই-ডিনা এনার্জি আবিষ্কার করেছে এমনই এক বাতি, যা চলতে লাগবে না কোনো বিদ্যুৎ কিংবা গতানুগতিক জ্বালানি। সহজলভ্য প্রাকৃতিক সম্পদ সমুদ্রের পানিতে জ্বলে উঠবে আলো। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ওয়াটারলাইট। পরিবেশবান্ধব, পুনঃব্যবহারযোগ্য এ বাতি জ্বলতে পারে ৪৫ দিন পর্যন্ত।

গল্পের মতো শোনালেও এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে এ ডিভাইস। এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইয়ু আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। তারা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে বসবাস করে, যেখানে কলম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে মিলিত হয়। ডিভাইসটির নকশা ওয়াইয়ু সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে। এটি ওয়াইয়ুদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে।

ওয়াটারলাইটের আলোয় বদলে গেছে কলোম্বিয়ার সীমান্তে লা গুয়াজিরা পেনিনসুলায় বসবাসরত ওয়াইয়ু সম্প্রদায়ের জীবন। বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এ সম্প্রদায়ের রাতটুকু কাটত অন্ধকারেই। কিন্তু ওয়াটারলাইট ব্যবহারে এখন এসেছে পরিবর্তন।

ওয়াইয়ু সম্প্রদায়ের একজন বলেন, আগে রাতের আঁধারে রান্না করতে পারতাম না। বাচ্চাদের পড়াশোনায় সাহায্যও করতে পারতাম না। এখন ওয়াটারলাইট থাকায় এমন সমস্যা আর হচ্ছে না।

আরেকজন বলেন, আমরা কারুশিল্পের যে কাজ করি, আলোর অভাবে আগে শুধু দিনেই কাজ করতে পারতাম। অনেক সময় তাই নির্ধারিত সময়ে অর্ডারের মালপত্র দিতে পারতাম না। এখন রাতেও কাজ করতে পারি।

যেভাবে কাজ করে

ডিভাইসটিতে সমুদ্র থেকে আধালিটার নোনা পানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। একবার এ বিশেষ কারণ, কলম্বিয়ার ওয়ান্ডারম্যান থম্পসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা প্রতিষ্ঠান ই-ডিনাকে ‘ওয়াটারলাইট’ নামের এ বৈপ্লবিক ডিভাইস বা যন্ত্র তৈরিতে উৎসাহ জুগিয়েছে। আলোর সরবরাহ ছাড়াও এর মাধ্যমে ফোন চার্জ ও রেডিও শুনতে পাওয়া যায়। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎহীন এলাকায় কম্পিউটার বা টেলিভিশন চালাতেও এ বাতি ব্যবহার করা যাবে। হতে পারে ক্যাম্পিংয়ের নির্ভরযোগ্য সঙ্গী।

ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ওয়াটারলাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল ৫ হাজার ৬০০ ঘণ্টার মতো। সব মিলিয়ে সমুদ্রতীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটারলাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম