Logo
Logo
×

আইটি বিশ্ব

পৃথিবীর কাছাকাছি পাওয়া গেল একই আকারের গ্রহ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীর কাছাকাছি একই আকারের গ্রহের খোঁজ মিলেছে। গ্রহটির নাম ‘এইচডি ৬৩৪৩৩ডি’। এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর আকারের গ্রহের মধ্যে সবচেয়ে কাছের এবং সবচেয়ে কমবয়সি গ্রহ এটি। জ্যোতির্বিজ্ঞানীরা আশা করেছেন, এর অবস্থান কাছাকাছি হওয়ার বিষয়টি বেশ কাজের হতে পারে। গ্রহটি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। এমনকি গ্রহটিকে কাছ থেকে দেখতে পারবেন গবেষকরা। এ গ্রহটি একটি তরুণ পৃথিবীর মতো হতে পারে। ইনডিপেনডেন্ট।

এর ভেতর থেকে গ্যাস বেরিয়ে আসছে কি না বা কীভাবে এর চৌম্বকক্ষেত্র কাজ করে, সেগুলোও খতিয়ে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্পদার্থবিদ সোয়ারেস-ফুর্তাদো বলেছেন, পৃথিবীর সঙ্গে গ্রহটির মিল খুব কম। নতুন আবিষ্কৃত গ্রহটি তার নক্ষত্রের সঙ্গে ‘টাইডালি-লকড’, অর্থাৎ যখন একটি গ্রহ এমন অবস্থায় পৌঁছায় যেখানে কক্ষপথে চলাকালীন তার ঘূর্ণনের আর কোনো পরিবর্তন হয় না। এ কারণে গ্রহটির একটি দিক সবসময় তারাটির মুখোমুখি থাকে।

সেই দিকের তাপমাত্রা ১ হাজার ২৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং এর জমি ফুটন্ত লাভার মতো প্রভাবিত হতে পারে। গ্রহটির নামের কারণ এটি ‘এইচডি৬৩৪৩৩’ নামের নক্ষত্রের চারপাশে পাওয়া তৃতীয় গ্রহ। নক্ষত্রটি সূর্যের মতোই একটি তারা ও প্রায় একই আকারের, তবে বয়সে অনেক ছোট। গ্রহটির অবস্থান মাত্র ৭৩ আলোকবর্ষ দূরে এবং একজোড়া দুরবিনের সাহায্যেই দেখা যায়। নতুন পাওয়া গ্রহটি নাসা’র মহাকাশযান ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’, বা টিইএসএস-এর সাহায্যে আবিষ্কার করা হয়। এটি সৌরজগতের বাইরে বিপুলসংখ্যক গ্রহের খোঁজ দিয়েছে, যার মধ্যে নতুন পাওয়া এ গ্রহমণ্ডেলর আরও দুটি গ্রহ রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম