Logo
Logo
×

আইটি বিশ্ব

যা জানতে চান

এইচটিএমএল (HTML)-এর সর্বশেষ ভার্সন কোনটি? এর কী কী সুবিধা রয়েছে?

Icon

জিনিয়া রহমান, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এইচটিএমএল)-এর সর্বশেষ ভার্সন হলো HTML5 । এটি রিলিজ হয়েছিল ২০১৪ সালে।

HTML5-এর যে সুবিধাগুলো পাওয়া যায়-

১। আগে অডিও-ভিডিও এম্বেড করার জন্য থার্ড পার্টি কোনো প্লাগিনের ওপর ডিপেন্ড করতে হতো। HTML5-এ সরাসরি এম্বেড করা যায়।

২। ইউজার ফ্রেন্ডলি ইন্টারেক্টিভ ফর্ম করতে পারার জন্য নতুন কিছু ফর্ম এলিমেন্টস এবং এট্রিবিউট প্রোভাইড করেছে।

৩। এলিমেন্টের মাধ্যমে ওয়েব পেইজে ডিরেক্টলি ডাইনামিক গ্রাফিক্স-এনিমেশন এলাউ করে।

৪। ওয়েব স্টোরেজ এ এক্সট্রা কিছু সুবিধা প্রোভাইড করে।

ওসিকুল মিল্লাত পান্না, ঢাকা

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম