Logo
Logo
×

আইটি বিশ্ব

আইএসপিএবি নির্বাচন

টিম ফরওয়ার্ডের নিরঙ্কুশ বিজয়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনুষ্ঠিত হলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। শনিবার ১৬ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় টিম ফরওয়ার্ড প্যানেল। সাধারণ ক্যাটাগরিতে টিম ফরওয়ার্ডের ৯ জন পরিচালক প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া, পেয়েছেন ২০৪ ভোট।

বিজয়ীরা হলেন-কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া। ভোট পেয়েছেন ২০৪। অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো. ইমদাদুল হক, ভোট পেয়েছেন ১৯৯। ইউনিফাইড কোর লি. এর এসএম জাকির হোসাইন, ভোট পেয়েছেন ১৮৬। সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম (রাজু), ভোট পেয়েছেন ১৬৮। অন্তরঙ্গ ডটকমের মো. আসাদুজ্জামান (সুজন), ভোট পেয়েছেন ১৫৬। ট্রায়াঙ্গাল সার্ভিসেস লি. এর মোহাম্মদ এ কাইউম রাশেদ, ভোট পেয়েছেন ১৪৮। চিটাগাং টেলিকম সার্ভিস লি. এর মো. আনোয়ারুল আজিম, ভোট পেয়েছেন ১৪৭। ইনফোলিংক লিমিটেডের সাকিফ আহমেদ ভোট পেয়েছেন ১২০।

এছাড়াও টিম ফরওয়ার্ড প্যানেলের সহযোগী ক্যাটাগরিতে ৪ জনই বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, স্পিড টেক অনলাইনের মো. নাছির উদ্দীন, সান অনলাইনের মোহাম্মদ আনোয়ার হোসেন, দি টি নেটওয়ার্কের মো. মাহামুদুল হাসান আরিফ।

এবারের নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের জন্য প্রার্থী ছিলেন ১৪ জন। অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে ৪ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১১ জন। ভোটে নির্বাচিত ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রোববার) কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম