Logo
Logo
×

আইটি বিশ্ব

প্রযুক্তি শিক্ষা

ইশিখনে ফ্রিল্যান্সিং কোর্সে শতভাগ স্কলারশিপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখনডটকম আবারও তরুণদের শতভাগ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে কিংবা দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টারের মাধ্যমে ক্লাস করতে পারবেন। স্কলারশিপের আওতায় ইশিখনের ৪০টি অনলাইন কোর্সের মধ্যে ১০-১৫ হাজার টাকা মূল্যের জনপ্রিয় ১০টি অনলাইন কোর্সের যে কোনোটিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। থাকবে পেইড স্টুডেন্টদের মতো সব ধরনের সাপোর্ট সুবিধা।

বিগত ১২ বছরে ৪৫ হাজারের অধিক শিক্ষার্থী দেশব্যাপী জনপ্রিয় এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সারা দেশে রয়েছে ১১০টির অধিক এজেন্ট সেন্টার। ১৬ থেকে ৪৫ বছর বয়সি সব জেলা থেকে যে কেউ এ বৃত্তির সুযোগ পাবে। স্কলারশিপ পেতে শিক্ষার্থীদের একটি এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। ৫০০ জনকে ১০০% স্কলারশিপসহ সর্বমোট ৫০০০ জনকে এ সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের সুযোগ দেবে ইশিখন।

ইশিখনের সিইও ইব্রাহিম আকবর বলেন, বেকার সমস্যা দূরীকরণে এবং দক্ষ জনশক্তি তৈরিতে আবারও শতভাগ স্কলারশিপের উদ্যোগ গ্রহণ করেছি আমরা।

আবেদনের শেষ তারিখসহ বিস্তারিত থাকছে গুগল ফর্মে : (https://forms.gle/m9MHoe8bnnR 17Xpg8) আগ্রহীরা ইশিখনের ওয়েবসাইটে (www.eshikhon.com/pro-offer) বিস্তারিত জানতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম