Logo
Logo
×

আইটি বিশ্ব

যা জানতে চান

শুধু কিবোর্ড ব্যবহার করে কিভাবে কম্পিউটার বন্ধ করা যায়?

Icon

তানভির রহমান, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথমে অল্টারনেট ও এফ৪ বোতাম একসঙ্গে চেপে চালু থাকা অ্যাপ বন্ধ করে নিন। সব অ্যাপ বন্ধ হয়ে গেলে আরও একবার অল্টারনেট+এফ৪ চাপুন, এটি শাট ডাউন উইন্ডোজ মেন্যু চালু হবে। এর পর কিবোর্ডের ‘অ্যারো’ বা তীর চিহ্নের ওপরে চাপ দিয়ে ড্রপ-ডাউন মেন্যু থেকে ‘শাট ডাউন’ অপশন বেছে নিন। এবার ট্যাব বোতামে চাপতে থাকুন যতক্ষণ না ‘ওকে’ অপশনটি সিলেক্ট হচ্ছে। এ পর্যায়ে ‘এন্টার’ বোতাম চাপলেই ল্যাপটপ শাটডাউন হয়ে যাবে।

ফয়সাল আহমাদ, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম