Logo
Logo
×

আইটি বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব সুন্দরী কেনজা লাইলি

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেখে বুঝার জো নেই রক্তে মাংসে গড়া মানুষ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি। এমনই সুন্দর অবয়ব যেন হলিউড বলিউডের যে কোনো নায়িকাকেও হার মানায়। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি বিশ্ব সুন্দরী কেনজা লাইলি। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী। মরক্কোর ইনফ্লুয়েন্সার লাইলি সেরা সুন্দরীর এ মুকুট অর্জন করেছেন। শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন লাইলি। বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম