Logo
Logo
×

আইটি বিশ্ব

ব্যবসা সম্প্রসারণে বেসিস আমেরিকা ডেস্ক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আমেরিকা ডেস্ক চালু করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার হবে। বেসিস সদস্য নূর মাহমুদ খান আহ্বায়ক করে ১৩৮ বেসিস সদস্য এ ডেস্কে যুক্ত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, আইএফসি কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল) মার্টিন হল্টম্যান বক্তব্য রাখেন। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়ে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বেসিস আমেরিকা ডেস্কের কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ২৭ নভম্বর আমরা এ বছরের বেসিস সফটএক্সপো করতে যাচ্ছি। আশা করছি, এ এক্সপোতে আমেরিকার শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা গ্রহীতা কোম্পানিগুলো আসবে। বেসিস সদস্যরা শুধু আমেরিকা থেকেই ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করতে পারবে। তবে থ্রি বাই থ্রি ফরমুলা বাস্তবায়নের তাগিদ দেন বেসিস সভাপতি। অন্যদের মধ্যে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার, সাবেক বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম