Logo
Logo
×

আইটি বিশ্ব

এক্সে মোদির ১০ কোটি ফলোয়ারের মাইলফলক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লোকসভা নির্বাচনে কিছুটা হোঁচট খেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে সম্প্র্রতি এক্স হ্যান্ডেলে তার ফলোয়ারের সংখ্যা ১০ কোটি পার হয়েছে।

১৪ জুলাই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ারের গণ্ডি পার করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এনডিটিভি। এক্সে যোগ দেওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন প্রধানমন্ত্রী। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে নেতাকে বর্তমানে মানুষ ফলো করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ার্সের সংখ্যা ১০ কোটি পার করলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে। তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। বর্তমানে ইলন মাস্কের আওতাধীন হয়ে এই টুইটারই হয় এক্স হ্যান্ডেল। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এ সংখ্যা পৌঁছায় ৬ কোটিতে।

নরেন্দ্র মোদির কাছাকাছি ফলোয়ার সংখ্যায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক্সে ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ৮ কোটি ৭ লাখ। প্রেসিডেন্ট বাইডেনের ফলোয়ার ৩ কোটি ৮ লাখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম