চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী ২০ কোটি
আইটি ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত দুই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় আলোড়ন তোলা স্টার্টআপ কোম্পানি ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটিতে ২০ কোটিরও বেশি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। রয়টার্স।
গত নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ১০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে চ্যাটজিপিটির। ফলে মাত্র ৯ মাসে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯২ শতাংশ তাদের এ সেবা ব্যবহার করছে। এদিকে অ্যাপল ও এনভিডিয়া সম্প্রতি ওপেনএআইতে বিনিয়োগ করার আলোচনা করছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ বিনিয়োগের মাধ্যমে ওপেনএআইয়ের মূল্য ১০ হাজার কোটি ডালারেরও বেশি হতে পারে।
