Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপল ‘ইটস গ্লোটাইম’ ইভেন্ট

যেসব নতুন পণ্য ও সেবা এসেছে

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিম কুকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট। যদিও অডিটরিয়ামে নয় অ্যাপল প্রধান শুরু করেন অ্যাপল পার্কের সবুজ ঘাস আচ্ছাদিত মাঠে। এ ইভেন্ট থেকে এক গুচ্ছ নতুন পণ্য ও সেবার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আজকের আয়োজনে তারই বিস্তারিত লিখেছেন-সাইফ আহমাদ

আইফোনের নতুন সিরিজ ১৬

সোমবার ইভেন্টে বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজ উন্মোচন করল অ্যাপল। আইফোনের এ সিরিজে থাকছে ৪টি মডেল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। এ সিরিজের অন্যতম আকর্ষণ হলো অ্যাপল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

এবারের আইফোনের সব মডেলের সাইড প্যানেলেযুক্ত হচ্ছে ক্যাপচার ও অ্যাকশন বাটন। ক্যাপচার বাটনের সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো চিপ থাকছে।

স্পেসিফিকেশন

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়া, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এ সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এ সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোনের দাম

নতুন আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম যথাক্রমে ৭৯৯ (প্রায় ৯৫ হাজার ৫৬১ টাকা) ও ৮৯৯ (প্রায় ১ লাখ ৭ হাজার ৫২১ টাকা) ডলার। আইফোন প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৯৯৯ (প্রায় ১ লাখ ১৯ হাজার ৪৮১ টাকা) ও ১১৯৯ (প্রায় ১ লাখ ৪ হাজার ৪০১ টাকা) ডলার। এই দামগুলো যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে আইফোন ১৬ সিরিজের প্রিঅর্ডার নেওয়া শুরু হবে। সিরিজটি ২০ সেপ্টেম্বরে বাজারে আসবে।

মডেলগুলোর রং

আইফোন ১৬ এবং ১৬ প্লাস ব্ল্যাক (কালো), পিংক (গোলাপি), টিল (নীল ও সবুজের মিশ্রণে হালকা সবুজ), আলট্রামেরিন (বেগুনি) ও হোয়াইট (সাদা)-এই পাঁচ রঙে পাওয়া যাবে। আইফোন প্রো এবং প্রো ম্যাক্স ডেসার্ট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম ও ব্ল্যাক টাইটেনিয়াম রঙে কেনা যাবে।

এসেছে নতুন অ্যাপল ওয়াচ

‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ নিয়ে কথা বলেন চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস। তিনি জানান, নতুন ওয়াচ সিরিজ ১০ হবে আগের চেয়ে পাতলা। থাকছে ৫০ মিটার পর্যন্ত পানি নিরোধ সুবিধা। প্রথমবারের মতো ‘মেটাল ব্যাক’ হচ্ছে অ্যাপল ওয়াচ। কার্বন নিরপেক্ষ এ ওয়াচে থাকছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, টাইটেনিয়ামের ব্যান্ড, ওয়াচ ওএস ১১। সবচেয়ে বড় ডিসপ্লের এ অ্যাপল ওয়াচের রং হবে ন্যাচরাল, গোল্ড এবং ডার্ক স্লেট গ্রে। প্রথমবারের মতো স্পিকার যোগ হয়েছে এতে। অ্যাপলের দাবি, মেসেজিং আগের চেয়ে সহজ হবে। দাম ৩৯৯ ডলার নতুন অ্যাপল ওয়াচ বাজারে আসবে ২০ সেপ্টেম্বর থেকে।

এয়ারপডস ৪ প্রো

এয়ারপডের ৪র্থ সংস্করণ নিয়ে হাজির হন জেফ উইলিয়ামস। এয়ার বাডটির আদ্যোপান্ত তুলে ধরেন অ্যাপল’র হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভিপি ক্যাটে বারজেরন। জানালেন, এতে থাকছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, একাধিক লিসনিং মোড, যা পরিবেশ বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবেই পরিবর্তিত হয়। ওয়্যারলেস চার্জিং, অ্যাডাপ্টিভ অডিও, পারসোনালাইসড স্পাশিয়াল অডিও, দাম ১৭৯ ডলার। এছাড়াও ৩ডি ফটোগ্যামাট্রি, এইচ২ চিপ, অ্যাকিউস্টিক আর্কিটেকচার, পারসোনালাইসড স্পাশিয়াল অডিও, শুধু মাথা নাড়িয়েই সিরি’কে হ্যাঁ বা না বলার সুবিধা।

অ্যাপল ইন্টেলিজেন্স

এআইকে নিজেদের পণ্যে অ্যাপল ইনটেলিজেন্স নামে ডাকছে অ্যাপল। সিরির সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করে একে আরও উন্নত করা হয়েছে। আইফোনের এআই ফিচার কীভাবে ব্যবহার করা যাবে ও আইফোনে কী করা যাবে তার দিকনির্দেশনা দিতে পারবে সিরি। অ্যাসিস্টেন্টকে নির্দেশনা দিলেই এটি কাউকে ছবি পাঠাতে পারবে। ছবির ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন বস্তু ছড়িয়ে দেবে। অ্যাপলের এআই এমনভাবে বস্তুগুলো সরিয়ে দেবে যেটি ছায়াও থাকবে না। এ ছাড়া এআই দিয়ে নতুন ইমোজিও তৈরি করা যাবে। কোনো লেখার সারসংক্ষেপও তৈরি করে দেবে এআই এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। অ্যাপল ইন্টেলিজেন্স প্রম্পটের মাধ্যমে ছবিও খুঁজে দেবে ও বিভিন্ন এআই ভিত্তিক রাইটিং টুলও থাকবে। এমনকি প্রোম্পটের মাধ্যমে সিনেমাও তৈরি করে দিতে পারবে অ্যাপল ইন্টেলিজেন্স। আর চ্যাটজিপিটি চ্যাটবটও আরও সহজে ব্যবহার করা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম