Logo
Logo
×

আইটি বিশ্ব

মার্ক জাকারবার্গের আক্ষেপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বয়স মাত্র ৩৯ বছর হলেও বিশ্বের সেরা ধনীদের একজন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পেশা জীবনের নানা অপ্রকাশিত কথা তুলে ধরেছেন মেটা সিইও। জনপ্রিয় পডকাস্ট ‘অ্যাকয়্যার্ড’-এ দেওয়া ওই সাক্ষাৎকারে জাকারবার্গ নিজের পেশাগত জীবনের সবচেয়ে বড় আক্ষেপ নিয়েও কথা বলেছেন। প্রায় ২০ বছর আগের করা ভুলটি নিয়ে এখনো অনুশোচনা করেন তিনি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল সেটি। তবে বিষয়টি নিয়ে ক্রমাগত ক্ষমা চাওয়া থেকেও সরে আসার ঘোষণা দেন তিনি।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের পর রাজনৈতিক কারণে ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। জাকারবার্গ বলছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল ‘রাজনৈতিক বিষয়ে ভুল অনুমান’, যাকে ‘২০ বছরের ভুল’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। তার এ কথায় সম্ভবত ২০১৬ সালের নির্বাচনের পরবর্তী পেক্ষাপট উঠে এসেছে, যেখানে ভুল তথ্য বিস্তারে ফেসবুকের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলেছিল।

কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালে ফেসবুক থেকে ব্যবহারকারীর ডেটা নিয়ে তা অপব্যবহার, এর সঙ্গে প্ল্যাটফর্মে থাকা ভোটারদের প্রভাবিত করার মতো বিভিন্ন বিদেশি অপশক্তির হাত থাকার অভিযোগ ওঠায় সে সময় কোম্পানির ওপর ‘কালো ছায়া’ নেমে এসেছিল। জাকারবার্গের মতে, এ বিষয়ে তিনি একটু বেশিই দায়ভার নিয়ে ফেলেছেন, যেখানে এর পুরো দোষ ফেসবুকের একার ছিল না বলে দাবি করেন তিনি। জাকারবার্গ জোর দিয়ে বলেন, ফেসবুক যেসব অভিযোগের দায়ভার নিয়েছিল, সে বিষয়ে কোম্পানির আরও বিচক্ষণ হওয়া উচিত ছিল। “পেছনে ফিরে তাকালে আমার অন্যতম আক্ষেপ হলো, আমরা কয়েকটি বিষয়ে অন্যদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি, যেখানে তারা জোর দিয়ে বলেছিল যে, আমরা ভুল করছিলাম, এর দায় আমাদের,” সাক্ষাৎকারে বলেন জাকারবার্গ।

অবশ্য পডকাস্টে জাকারবার্গ ফেসবুকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ স্বীকার করে জানান, অনেকেই রাজনৈতিক কারণে ফেসবুকের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। প্রযুক্তি খাত ও সামাজিক যোগাযোগমাধ্যমকে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনেক সামাজিক সমস্যার জন্যও দায়ী করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি আমরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম