Logo
Logo
×

আইটি বিশ্ব

উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থানীয় পর্যায়ে আইএসপিদের কাছ থেকে ক্যাশ সার্ভার উঠিয়ে নেওয়ার আদেশ বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার। এখন থেকে আইআইজিদের পাশাপাশি গাইডলাইন ও লাইসেন্স নীতিমালা মেনে সব মোবাইল অপারেটর, আইএসপি এবং নিক্স পর্যায়ে সার্ভার স্থাপনে কোনো বাধা থাকল না।

সোমবার কমিশনের উপপরিচালক এসএম গোলাম সারোয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে জানা যায়, ক্যাশ সার্ভার স্থাপনের আগে অপারেটরদের সার্ভার প্রদানকারী ও সরবরাহকারী সংস্থার সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, সংখ্যা, ব্র্যান্ড, মডেল নম্বর ও ক্যাপাসিটি; অক্ষাংশ ও দ্রাঘিমাংশসহ স্থাপনের ঠিকানা এবং প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মতি ও অনুমোদন সংক্রান্ত ই-মেইল কপি জমা দিতে হবে।

একইসঙ্গে ক্যাশ সার্ভার আমদানির জন্য আগেই বিটিআরসি থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। স্থাপনের পর সার্ভারের আইপি ঠিকানা, এএসন এবং ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস) সংশ্লিষ্ট তথ্য কমিশনে দাখিল করতে হবে। সার্ভার প্রতিস্থাপন, স্থানান্তর ও আপগ্রেডেশনের ক্ষেত্রে পূর্বানুমতি লাগবে।

বিষয়টি এ খাতের বৈষম্য দূর করতেও সহায়ক হবে বলে মন্তব্য করেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

অপরদিকে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেছেন, এ পরিপত্রের বলে দেশের ইন্টারনেট সেবা ডিসেন্ট্রালাইজড হবে। দেশের ১৮ কোটি জনগণ আবারও রিয়েল টাইম ইন্টারনেটের স্বাদ পাবে।

ক্যাশ সার্ভারের কারণে ব্যান্ডউইথের খরচ অনেকটা কমে আসে এবং ইন্টারনেটের গতিও বেড়ে যায়। ক্যাশ সার্ভার কাজ না করলে সম্পূর্ণ ইন্টারনেট ট্রাফিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে ক্যাশ সার্ভার থেকে ডাটা ব্যবহারে কিছু অসুবিধাও রয়েছে। ক্যাশ ব্যবহারের ফলে ওয়েবসাইটের লাইভ আপডেট পাওয়া যায় না। কিছু কিছু সময় ওয়েবসাইট ক্যাশ ডাটা থেকে ব্রাউজ হওয়ার কারণে আপডেট করা বিষয়গুলো ইনস্ট্যান্ট ওয়েবসাইটে দেখা যায় না। একইভাবে ক্যাশ ব্যবহারের ফলে হার্ড ড্রাইভের ফ্রি স্পেস পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম