Logo
Logo
×

আইটি বিশ্ব

ক্রোমে পপ-আপ সমস্যার সমাধান

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় পপ-আপ নোটিফিকেশন অনেকের জন্যই বিরক্তিকর। গুগল এ সমস্যার সমাধানে ক্রোম ব্রাউজারে পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছে এআইচালিত ফিচার ‘PermissionsAI’। এটি পপ-আপ নোটিফিকেশন ও অবস্থান শেয়ারসংক্রান্ত অনুরোধগুলোকে কম দৃশ্যমান ও কম বিরক্তিকর করে তুলতে সাহায্য করবে। PermissionsAI গুগলের Permission Predictions Service এবং Gemini Nanov2 মডেল ব্যবহার করে অনুমান করে যে ব্যবহারকারী কোনো ওয়েবসাইটের অনুরোধ গ্রহণ করবেন কিনা। যদি অনুমান করা হয় যে উত্তর ‘না’, তাহলে ফিচারটি ওই অনুরোধকে কম গুরুত্বপূর্ণ করে তুলে ধরে, যাতে এটি ব্যবহারকারীর ব্রাউজিংয়ের অভিজ্ঞতায় ব্যাঘাত না ঘটায়। এ উদ্ভাবনটি বর্তমানে Chrome Canaryতে পরীক্ষা করা হচ্ছে, যা গুগলের পরীক্ষামূলক ব্রাউজার সংস্করণ। এটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। ফিচারটি সফল হলে, ভবিষ্যতে ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম