ফেসিয়াল রিকগনিশনের ব্যবহার সীমিত করল চীন

আইটি ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। চীনে প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষত নিরাপত্তা নজরদারি, অপরাধী শনাক্তকরণ, চাকরিপ্রার্থীদের যাচাই এবং সংখ্যালঘুদের ওপর নজরদারির ক্ষেত্রে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কাউকে বাধ্যতামূলকভাবে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে পরিচয় যাচাইয়ে বাধ্য করতে পারবে না। যারা এ প্রযুক্তি ব্যবহার করতে চান না, তাদের জন্য বিকল্প পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা রাখতে হবে। বিশ্বজুড়ে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে বিতর্ক রয়েছে। এটি একদিকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হলেও, অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি হিসাবে দেখা হয়। চীনের নতুন এ নির্দেশনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।