Logo
Logo
×

আইটি বিশ্ব

কর্মক্ষেত্রের ভবিষ্যৎ বদলে দিচ্ছে এআই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রশিক্ষণ আর অনুমতির সামান্য ছোঁয়ায় যুক্তরাজ্যের কর্মীরা বছরে গড়ে ১২২ ঘণ্টা সময় সাশ্রয় করতে পারছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে, জানাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির ‘এআই ওয়ার্কস’ পাইলট প্রকল্পে দেখা গেছে, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনে এআইয়ের গ্রহণযোগ্যতা দ্বিগুণ বেড়েছে। বিশেষ করে বয়স্ক ও নিম্ন আয়ের নারীদের মধ্যে এআই ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ করা গেছে। গুগলের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট ডেবি ওয়েইন স্টইনের মতে, প্রথমে দ্বিধাগ্রস্ত কর্মীরা প্রশিক্ষণ পেয়ে দ্রুতই এআই ব্যবহারে স্বচ্ছন্দ হয়ে উঠছেন। ফলে সাধারণ প্রশাসনিক কাজের সময় কমে গিয়ে কর্মীরা আরও উৎপাদনশীল ও মানসম্পন্ন কাজে মনোযোগ দিতে পারছেন। গবেষণা বলছে, এআই দক্ষতা বাড়ালে যুক্তরাজ্য প্রায় ৪০০ বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থনৈতিক মুনাফা অর্জন করতে পারে। এ লক্ষ্যেই গুগল তাদের সার্চ ইঞ্জিনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি যুক্ত করছে এবং এই খাতে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করছে। স্পষ্টতই, এআই শুধু প্রযুক্তি নয় এটি আগামী দিনের কর্মসংস্কৃতির নতুন চালিকাশক্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম