Logo
Logo
×

আইটি বিশ্ব

পরামর্শ

ওয়াইফাই ধীর গতির সমাধান

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমানে প্রায় প্রতিটি বাসায় ওয়াইফাই ব্যবহার হচ্ছে। তবে অনেক সময় দেখা যায়, ইন্টারনেটের গতি কমে যায়, বিশেষ করে মুভি বা নাটক দেখার সময়। এতে বিরক্তি বেড়ে যায় কয়েক গুণ! তবে কিছু সহজ কৌশল রয়েছে, যা মেনে চললে আপনার ওয়াইফাইয়ের গতি বেড়ে যেতে পারে দ্বিগুণ পর্যন্ত। আজকের আয়োজনে সেই কৌশলগুলো লিখেছেন মাসরুরা ইসলাম

রাউটার রাখুন ঘরের মাঝখানে : রাউটারকে ঘরের একেবারে কেন্দ্রস্থলে রাখলে চারদিকেই সমানভাবে সিগন্যাল পৌঁছায়। কোণে বা জানালার পাশে রাখলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে।

ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করুন : সিঙ্গল ব্যান্ড রাউটারের বদলে ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করুন, যাতে আপনি ৫ গিগাহার্টজ ব্যান্ডে সংযুক্ত হতে পারেন। এতে স্পিড বেড়ে যাবে উল্লেখযোগ্যভাবে।

ম্যাস ওয়াইফাই এক্সটেনশন প্রযুক্তি ব্যবহার করুন : আপনার ঘর যদি বড় হয়, তাহলে ‘ম্যাস এক্সটেন্ডার’ ব্যবহার করে পুরো ঘরেই একই স্পিডের ইন্টারনেট নিশ্চিত করতে পারবেন।

রাউটার মাঝে মাঝে রিস্টার্ট করুন : প্রতি ৩-৪ দিন পর রাউটার ৫-১০ মিনিট বন্ধ রাখুন। এতে রাউটারের কর্মক্ষমতা বজায় থাকে এবং গতি কিছুটা বাড়ে।

রাউটার পরিষ্কার রাখুন : রাউটারের ওপর ধুলো জমলে তা তাপ সৃষ্টি করে, যা কর্মক্ষমতা কমাতে পারে। তাই নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

WPS বাটন ব্যবহারে সতর্ক থাকুন : রাউটারের পিছনে থাকা WPS বাটনের মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইস সংযুক্ত হতে পারে। তবে এতে নিরাপত্তা ঝুঁকি থাকে, তাই সচেতনভাবে ব্যবহার করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম