ই-ক্যাব নির্বাচন ২০২৫-২৭
আস্থা ফেরানোর লক্ষ্যে ‘টিম ইউনাইটেড’
আইটি ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মে। এ নির্বাচন ঘিরে ১১ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’, যারা স্বচ্ছ, আধুনিক ও আস্থাশীল ই-কমার্স খাত গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সংগঠনের নেতৃত্বে আসার লক্ষ্যে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা প্রযুক্তিনির্ভর আধুনিক ই-কমার্স গড়ে তুলতে নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে এবং উদ্যোক্তাদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে চায়। প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন এজিউর কুইজিনের জান্নাতুল হক শাপলা, যিনি এ নির্বাচনে একজন গুরুত্বপূর্ণ মুখ। এক মতবিনিময় সভায় জান্নাতুল বলেন, ‘আমি কিছু নিতে নয়, দিতে এসেছি। বিজয় মানে হবে পুরো ই-কমার্স খাতের বিজয়।’ তিনি জানান, ‘শৈলীর ছোঁয়া’ প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে ১০০ নারী উদ্যোক্তাকে বিনিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছেন, যারা এখন নিজেরা ই-কমার্সে সফলভাবে কাজ করছেন।
ভবিষ্যতের অগ্রাধিকার কার্যক্রম হিসাবে টিম ইউনাইটেড তুলে ধরেছে-উদ্যোক্তাদের নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ, গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু প্রতিযোগিতা, লজিস্টিকস ও ডিজিটাল পেমেন্টের উন্নয়ন, সদস্যদের সহায়তা কেন্দ্র স্থাপন, স্টার্টআপদের জন্য ফান্ড গঠন এবং নীতিমালায় সরকারের সঙ্গে কার্যকর অংশীদারত্ব। এবারের নির্বাচনে পরিচালকের ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ প্রার্থী। তবে টিম ইউনাইটেডের সুগঠিত রূপরেখা ও বাস্তবমুখী পরিকল্পনাগুলো নতুন নেতৃত্বের জন্য আশার আলো জাগাচ্ছে। বাংলাদেশের ই-কমার্সকে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচকভাবে ব্র্যান্ড করতে এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির এ প্রয়াস সফল হলে, ই-ক্যাব নতুন যুগে প্রবেশ করতে পারে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
