|
ফলো করুন |
|
|---|---|
মেক্সিকোর উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ হিসাবে গুগল ম্যাপে দেখানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, এ বিতর্কিত নাম পরিবর্তনের বিরুদ্ধে ইতোমধ্যেই গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে কোথায় এবং কখন মামলা হয়েছে, সে তথ্য এখনো জানানো হয়নি। গুগল দাবি করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ম্যাপে এ পরিবর্তন আনা হয় শুধু স্থানীয় নামকে সম্মান জানানোর উদ্দেশ্যে। কিন্তু মেক্সিকো বলছে, ‘গালফ অব মেক্সিকো’ নামটি ইতিহাস ও ভূগোলভিত্তিক, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মেক্সিকো এখনো তাদের সংস্করণে আগের নামই ব্যবহার করছে। তবে কিছু ব্যবহারকারীর জন্য তা ‘গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা)’ হিসাবে দেখা যাচ্ছে। শেইনবাউম বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নির্দেশনা শুধু যুক্তরাষ্ট্রের অংশের জন্য প্রযোজ্য। পুরো উপসাগরের ওপর নয়। আমরা শুধু চাই, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত যেন আন্তর্জাতিকভাবে চাপিয়ে না দেওয়া হয়।’ এর আগে নাম পরিবর্তনের পরপরই মেক্সিকো গুগলকে অনুরোধ করেছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। গুগল না মানায় দেশটি শেষমেশ আইনি পথেই হেঁটেছে। এ ঘটনার প্রভাব এখন কূটনৈতিক টানাপোড়েনেও গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
